Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আটোয়ারী উপজেলা

  আটোয়ারী উপজেলা পঞ্চগড় জেলার অন্তর্গত দক্ষিন পশ্চিমাংশে অবস্থিত । এ উপজেলা উত্তর পশ্চিমে ভারত,পূর্বে বোদা উপজেলা,দক্ষিনে ঠাকুরগাও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা দ্বারা বেষ্টিত ।   উপজেলাটি প্রায় ২৬”২৩” ২৬”১১” উত্তর অক্ষাংশে এবং ৮৮” ৩১’ ও ৮৮” ২০’ পূর্ব  দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত ।  কৃষি পরিবেশ অঞ্চল ১ এর অর্ন্তভূক্ত। পঞ্চগড় জেলা সদর থেকে আটোয়ারী উপজেলা সদরের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার । এ উপজেলা মোট আয়তন ২১০ বর্গ কিলোমিটার । 

উপজেলায় ৬টি ইউনিয়ন  এবং ৬১টি  মৌজা রয়েছে । এ উপজেলার মোট জন সংখ্যা ১,৩২,৬৩৬ জন পুরুষ ৬৬৫৪২ জন এবং মহিলা ৬৬০৯৪ জন ।

         আটোয়ারী উপজেলার রবি মৌসুমে প্রধান প্রধান শস্য হচ্ছে গম, মরিচ,আলু, ভূট্রা, তরমুজ ও  শাক সবজী । খরিপ-১ মৌসুমের প্রধান প্রধান শস্য হচ্ছে পাট, মুগডাল ও আউশ। খরিপ-২ মৌসুমের প্রধান শস্য রোপা আমন ও শাকসবজী এবং কিছু কিছু জমি অধিক অম্ল হওয়ায় চা একটি বিশেষ ফসল।  ফসলের নিবিড়তা ২৩১%।   উপজেলা ভূমি সাধারনত সমতল ।   ভূমির প্রকৃতি অনুসারে উচু, মাঝারী উচু, মাঝারী নিচু জমি রয়েছে।  উচু জমি ৫২ ভাগ,  মাঝারী উচু জমি ৪৬ ভাগ,মাঝারী নিচু জমি ১.৪ ভাগ এবং  মাটির বুনট প্রধানত বেলে দো-আঁশ, পিএইচ ৪.৫০-৬.০০ ।

              মৃত্তিকা গবেষনার মাটির নমুনার ফলাফল অনুযায়ী  দেখা যায় আটোয়ারী উপজেলার কৃষি জমিতে জৈব পদার্থের পরিমান কম তাই আশানরুপ ফলন পেতে কৃষকের জন্য কষ্টকর হয়। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আটোয়ারী জৈব সার সংরক্ষণ ও সবুজ সার উৎপাদনে কৃষককে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছে।